Breaking

...

Saturday, 6 April 2019

12:38

fatness Tai Chi

1st part::"Taichi" best selfdeafense and exercise . Taichi orginated in china where it has been used for hundreds of years. ot combined de3 breathing with relaxation and postures that flow from one to another through slow morelife""most people practice it forits health benefits and for stress relife" practioners say it can have a positive effect on people's health ,improving memory,conecntration,digestion,balance and flesibility.they say it is also helpful for people with psychological problams,such as depression ,anxiety or stress.patients who had undergone coronary artery bypass surgery as well as in patients with heart failloure, hypertension,acute myocardial infraction,arthritis and multiple sclerosis.

 says dr.Bob secretary of the British Council of Chinese martial arts,taichi are well documented,he told BBC news online.it is used extensively in hospitals in china to improve the health of patient.Hospitals in England have started using it too.Doctors in the United States analysis 47 studies looking at impect Taichi had on people with chronic health problemes, they found that it could improve balance control ,flexibility and even the health of their heart.
And other hand its a good and soft martial art for selfdefense ,me also flow Taichi as a martial art for good selfdefense ,i use it for my students .Thank you

Sunday, 6 January 2019

11:15

Learn Kung fu /wushu for self defense

Martial artal give you new life stayle 

 

D.M rustam::              

 Kung fu/wu shu is a form of contemporary Chinese martial arts that blends elements of performance and martial application. Wu shu quickness. Exclusive power. And natural,relaxed movement.


The wu shu practitioner must combine flexibility with strength, speed with flawless techique, fierce intent with effortless execution. The importance of sports and the exclusive like wushu is unbounded to develop the physical and mental growth of man specifically for youth retraining them from moral deterioration. (King fu/ Wushu China soft and hard martial art) not only the human being the right of remind there self defense but also inspires them to live a healthy and life Bangladesh.

 Kung fu/wu shu


 পৃথিবীর সবচেয়ে আধুনিক,নান্দনিক ও জনপ্রিয় খেলা । আপনার শিশুকে পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট শিখতে দিন এবং নিজেও শিখুন ।


 যা আপনার শিশুর মস্তিষ্কের উর্বর করবে ।লম্বা হতে, শরীর গঠনে, সু-শৃঙ্খল আত্ন-প্রত্যয়ী,বিনয়ী ও মনযোগী হতে সাহায্য করবে । আর আপনার অতিরিক্ত ওজন কমিয়ে সু-স্বাস্থের অধিকারি করে তুলবে।সাথে সাথে আপনার শিশু নিজেকে আত্নরক্ষা করতে শিখবে ।


 আপনার জীবন সুন্দর হয়ে উঠবে,মার্শাল আর্টের নিয়ম শৃঙ্খলার গুণে ।

Tuesday, 1 January 2019

12:45

উশু আন্তর্জাতিকতা ও জনপ্রিয়তা



Shaolin kung fu/উশু বর্তমানে সারা পৃথিবীতে জনপ্রিয় ।তার কারণ সিস্টেমেটিক প্রশিক্ষণ রুটিন ।
wu shu তে shaolin kung fu ও অন্যান্য চাইনিজ মার্শাল আর্টের সব বিশেষ ভিন্ন প্রদর্শিত হয় এবং সবাই যার যার পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শন করতে পারে । আমাদের বাংলাদেশ সহ 145 টি দেশ আন্তর্জাতিক উশু ফেডারেশনের সদস্য।
 আমাদের যারা অনুসারি তারা সহজেই মেধাভিত্তক ভাবে পৃথিবীর যে কোন মার্শাল আর্ট অনুষ্ঠানে যোগদান করতে পারে । IWUF রয়েছে বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ইনস্টিটিউট ।kung fu/wu shu বর্তমানে জাতীয় প্রতিযোগিতা,সাউথ এশিয়া,এশিয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে ।shaolin kung fu / wu shu Olympic গেমসের একটি ইভেন্ট ।
আমারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং করবো । আসুন আপনিও আন্তর্জাতিক shaolin kung fu/wu shu পরিবারের সদস্য হন।

Thursday, 20 December 2018

12:51

আত্মরক্ষার জন্য উশু/কংফু শিখুন


কুংফু খুবই আকর্ষণীয় একটা বিষয়। আত্মরক্ষার জন্য মানুষ এই কুংফু ব্যবহার করে থাকে। এই কুংফু হচ্ছে এক প্রকারের কারাতে বা মার্শাল আর্ট। প্রত্যেকেই কমবেশি চীনা সিনেমায় কুংফু দেখেছেন? আর কুংফুর নাম এলেই চোখে ভেসে উঠবে চীনা ছবির নানা দর্শনীয় কসরতে যুদ্ধের চিত্রগুলো। এসব দেখে একসময় হয়তো চীনা মানেই কুংফু, কিংবা কুংফু মানেই চীনা বলে মনে হয়েছে। চীনে এই কুংফুকে বলা হয় ‘উ-শু’।

 কুংফু বা ‘উ-শু’ শব্দের উৎপত্তি: 

 আধুনিক চাইনিজ মার্শাল আর্ট উশু সম্মন্ধে কিছু বলতে গেলেই উশু কি? চাইনিজ ভাষায় ‘উ’ শব্দের অর্থ মানুষের আত্মরক্ষা এবং ‘শু’ শব্দের অর্থ কৌশল। তাহলে উশু শব্দের পূর্ন অর্থ হল মানুষের আত্মরক্ষার কৌশল। আমাদের বর্তমান সামাজিক অবস্থা এমন যে, অর্থের পিছনে ছুটে সবাই পাগল কিন্তু যে শরীর দ্বারা আমরা অর্থ উপার্জন করি সেই শরীর যদি সুস্থ্য না থাকে এমন জীবনের অর্থ অনর্থের কারণ হয়ে দারাবে। তাই ‘উশু’ আপনাকে বিভিন্নভাবে সাহায্য করে। ‘উশু’ আপনাকে যেভাবে সাহায্য করে থাকে। 

সেগুলো হল:

 ১. শরীরকে সুস্থ্য রাখে
 ২. শরীরের শক্তিকে বৃদ্ধিকর।
 ৩. ইচ্ছাশক্তিকে শক্তিশালী করা ও সঠিক নিয়ন্ত্রনের মাধ্যমে উপভোগ করা
 ৪. শত্রুকে দমন করা
 ৫. যে কোন রোগের হাত থেকে রক্ষাপাওয়ার প্রতিষেধক শক্তি উৎপন্ন করা
 ৬. বুদ্ধিমত্বা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার বিভিন্ন কলা-কৌশল অনুশীলন করা
 ৭. শরীরকে অপ্রয়োজনীয় মেদ এবং অতিরিক্ত শীর্নকায় অবস্থা থেকে মুক্ত রাখা।
 আমি মনেকরি এবং বিশ্বাস করি সবচাইতে স্বল্প সময়ে একমাত্র চাইনিজ মার্শাল আর্ট উশু চর্চা-অনুশীলনই এ সমস্ত পেতে আমাদেরকে সাহায্য করবে।

সুতরাং দেশের অভ্যন্তরে চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, জঙ্গীচর্চা ও অসামাজিক কর্মকান্ড রোধ করার সাথে সাথে যাতে এসমস্ত মন মানসিকতার কেউ সৃষ্টি করতে না পারে তার প্রতি দৃষ্টি রাখা বা ব্যবস্থা নেওয়া উচিৎ এবং সেটাই হবে উত্তম। এখন স্বাস্থ্য বলতে আমরা বুঝব: অধিক পরিশ্রম ও কষ্ঠ সহ্য করার মতো শরীর তৈরি করা এবং মানসিক শক্তির অধিকারী হওয়া, নিজেকে রোগ মুক্ত রাখা। এ সমস্ত কিছুর পরেও মেয়েদের জন্য চাইনিজ মার্শাল আর্ট উশু আরও ভিন্ন কিছু পেতে সাহায্য করে তা হচ্ছে: সৌন্দর্য, স্বাস্থ্য, মানসিক শক্তি ও ইভটিজিং এবং বর্বর মানুষের আক্রমন থেকে নিজেকে রক্ষাকরার পদ্ধতি।

 বর্তমানে বিশ্বে মেয়েদেরকেও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন কাজ কর্মময় জীবন যাপন করতে হচ্ছে সেহেতু মেয়েদের কে অবশ্যই চাইনিজ মার্শাল আর্ট উশু শিখতে হবে।

 তবে বাংলাদেশের মানুষ যদি সুন্দর ও সুস্থ্য না হয় তবে কোন সরকারের পক্ষেই সম্ভব নয় দেশ ও দেশের উন্নয়ন করা। সুতরাং দেশের, সমাজের ও মানুষের মত মানুষ হয়ে বেচে থাকার জন্য চাইনিজ মার্শাল আর্ট উশু অনুশীলন প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য।

তাই দেশের বালিকা বিদ্যালয়-মহাবিদ্যালয় গুলোতে চাইনিজ মার্শাল আর্ট উশু প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা উচিত এ ব্যপারে সরকারী বেসরকারী উশু ক্লাব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলা একান্ত আবশ্যক। যে কোন মানুষের আচরনের নির্দেশিকা হচ্ছে মূল্যবোধ এই মূল্যবোধের উপর আমারা উত্তম সমাজ গড়ে তুলতে পারি। তাই চায়নিজ মার্শাল আর্ট উশুর নতুন ভুবনে শুরু হোক আপনার নতুন অভিযাত্রা। নিজে সুস্থ্য থাকুন এবং অন্যকে সুস্থ্য রাখার জন্য সহায়তা করুন। আত্মরক্ষার জন্য চাইনিজ মার্শাল আর্ট উশু শিখুন, জঙ্গীচর্চা, সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত দেশ গড়ুন।

 লেখক: মো: কামাল হোসেন (আইনজীবী) 

 ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ‘উশু’ অ্যাসোসিয়েশন সহ-সম্পাদক

 ( কেন্দ্রীয় উপ-কমিটি) বাংলাদেশ আওয়ামীলীগ                                                                                                                                                                                                       copy post  newsg24.com

Tuesday, 18 December 2018

08:45

QUANSHU

DM.Rustam::QUANSHU (Chuan-shu),Literally "fist art", refer to a barehanded exercise in martial arts . Formerly called jiji, shoubo,bian, shiquan,dataozi,quanfa or baida,quanshu became a martial art in the form of routine after the Song Dynasty (960-1279).Among other things, changquan, nanquan,
taijiquan,xingyiquan,baguaquan,tongbeiquan(long -range), boxing, southern-style boxing,form- and-will boxing,eight diagram boxing,through- the back boxing, are getting in with wushu routines.wushu Aime is going world sports families Organization Olympic .so we working for ,no personal metter.

Sunday, 16 December 2018

13:45

তাইচিচুয়ান কি?

ডিএম, রুস্তমঃ এটা প্রাচীন চীনা সভ্যতার চিকিৎসা বিজ্ঞানেরশরীর চর্চার একটি অংশ এবং Taijiquan is both a Wonderful system of physical culture and a superior of Chinese martial art . আমাদের এই উপমহাদেশের প্রাচীন ভারত বর্ষে আর্য ঋাষিগণ দু ধরণের শরীরচর্চা করতেন। যথা আসন করে স্থীর যোগচর্চা, একটু নড়া চড়া করে শরীরচর্চা যাকে প্রানায়াম বলে। তারি আধুনিক সংস্করণ এই চীনা তাইচিচুয়ান শরীর চর্চা। প্রাচীন চীনা শরীরচর্চা বিশেষজ্ঞরা বিশ্বের বিভিন্ন ধারণা গ্রহণ করে তাদের চিকিৎসাশাস্ত্র গবেষণার পাশাপাশি সহ চিকিৎসার অংশ হিসাবে, এই শরীরচর্চা অর্থাৎ তাইচিচুয়ান শরীর চর্চাকে দীর্ঘ সময় গবেষণা করে, মানব শরীরের জন্য ওষুধ ছাড়া দীর্ঘ জীবন ও আত্নরক্ষার জন্য অতীতে এবং বর্তমানে তাদের জীবনের অপরিহার্য অংশ হিসাবে গ্রহণ করে। যা বর্তমানে শুধু চীনারা নয় সারা বিশ্বের সচেতন মানুষ এখন এটা চর্চা করে থাকেন। এই ক্ষেত্রে আরও খোলাশা করার লক্ষ্যে। আমি ১৯৮১ সালে নভেম্বর সংখ্যার The China Daily পত্রিকার অনুসন্ধানমুলক রিপোর্ট তুলে ধরছি ।” ‍A Long Life of Taijiquan” opening thrcc paragraphs rcad as follows: At 96′ Wu Tun an still has good cycnigh and hcaring .is alcrt and clear in spccch.His tall figurc with its straight back and stcady walk is that of a much youngcr man . Doctors find that Wu’s hcart functions like that of an athlctc . his blood pressure is normal , he roan walk scvcral dozen miles , and once a week he climbs the hills at Badachu , a acenic spot on the outskirts of Beijing.His wife Liu Guizot , to years his junior , is almost as healthy.” Wu and his wife attributes their health to the practice of Taijiquan , traditional Chinese shadow boxing . Wu, who is vice chairman of the Beijing wushu Association , has been practicing Taijiquan for nearly 90 yea, শরীরচর্চার উদ্দেশ্য যদি হয় স্বাস্থ্যবান ও রোগমুক্ত জীবন, তাহলে এই তাইচি চুয়ান শরীরচর্চা আমাদের জন্য সঠিক ব্যায়াম হতে পারে যদি এই ব্যায়ামের উদ্দেশ্য দেহ অসাধারণ পুষ্টি ও মেদবহুল হয়, তাহলে এই তাইচি চুয়ান ব্যায়াম তার জন্য নয়। আর যদি ব্যায়ামের উদ্দেশ্য হয় শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখা, দেহে রোগ প্রতিরোধ শক্তি বজায় রাখা এবং জরা বার্ধক্য দূরে রাখা, তবে এই তাইচি চুয়ান শরীরচর্র্চা বা ব্যায়াম আমাদের জন্য অদ্বিতীয়। দেহে শুধু মাংশপেশী অস্বাভাবিক স্পীত হলে বা অসাধারন মেদবহুল শক্তি থাকলেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না এবং নিজেকে বিপদে আত্মরক্ষা করতে পারে না। তাই এই স্বাস্থ্যধিকারীকে সুস্থ্যদেহী বলা যায় না। তাই যদি হতো তবে আমাদের দেশের বড় কুাসি-গীর বাংলার টাইগার জলিল ও আমেরিকান মি হারকিউলিক্স মি ইউনিভার্সাল মি মাসলম্যান অকালে মারা যেতেন না। প্রকৃতপক্ষে এই সব দেহ অকালে প্রায়ই অকাল জরা বার্ধক্য দেখা দেয় বা মৃত্যু হাতছানী দেয়। দীর্ঘকাল যন্ত্র দিয়ে অথবা অতিরিক্ত শ্রমসাধ্য ব্যায়াম করলে শরীরের শক্তি ক্ষয় হয়, দেহে অত্যাধিক পৈষিক ক্রিয়া হয়, দেহে যত পৈষিকক্রিয়া হয়। শরীরে তত বেশী কার্বনডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। হৃদযন্ত্রের ক্রিয়া তত বেশি বৃদ্ধি পায়। ফলে দেহ থেকে কার্বনডাইঅক্সাইড বের করে দিতে হৃদযন্ত্র ও ফুসফুসকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। দিনের পর দিন তা করার ফলে দেহ তন্ত্রগুলি দুর্বল হয়ে পড়ে। শরীরচর্চার উদ্দেশ্য দেহ প্রদর্শন করে হাত তালি পাওয়া নয়। বরং দীর্ঘদিন সুস্থ্যভাবে বেঁচে থাকা ঔষুদের উপর নির্ভরশীল কমিয়ে আনা। তাইচিচুয়ান ছাড়া অন্য কোনো ব্যায়াম দেহের সর্বাঙ্গীন ব্যায়াম হয় না। তাইচিচুয়ান এর মুখ্যউদ্দেশ্য দেহের স্নায়ুতন্ত্র ও দেহযন্ত্রগুলির সুস্থ্যতা ও কর্মক্ষমতা ঠিক রাখা। আমি পুর্বে বলেছি দেহের বিশেষ কিছু আকু পয়েন্ট বা নার্ভ পয়েন্ট আছে যা দেহযন্ত্রকে পরিচালনার কাজ করে, মসি-স্ক ও স্পাইনাল কর্ডের মাধ্যমে যা সংযুক্ত সেই সব নার্ভের মধ্যে প্রধানত তিনটি নার্ভ আমাদের শরীরে বেশি ভুমিকা রাখে। ১। মোটর নার্ভ (অঙ্গপ্রত্যঙ্গ) নাড়ায় । ২। সেন্সরি নার্ভ (দেহে সেনসেশনাল এ্যাক্টিভেটি বজায় রাখে)। ৩। অটোনমিক নার্ভ (অনুভূতি দান করে যেমন: ঠান্ডা, গরম, ইউরিন, পায়খানা ইত্যাদি অনুভব জাগা তাইচিচুয়ান, দেহ, মন শরীরের ভিতরে অন্ত্রগুলিকে কোনো চাপ না দিয়ে পুণ: সক্রিয় ও সচল করে। অতিরিক্ত কার্বনডাইঅক্সাইড সৃষ্টি না করে শরীরকে সক্রিয় রাখে বলেই ফুসফুস হৃদযন্ত্র বিশ্রাম পায়। অন্যদিকে আমাদের শরীরের কর্ম ক্রিয়া চলতে থাকে। ফলে মসি-ক ও দেহ ভারমুক্ত হয় ও বিশ্রাম পায়। মানসিক বিশ্রাম ও চিত্ত শুদ্বিতে অদ্বিতীয়, এই তাইচিচুয়ান শরীরচর্চা ভিতরের অন্ত্রগুলতে বিভিন্ন অংশে প্রচুর পরিমানে রক্ত চলাচল করে ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। এভাবে তাইচি শরীরচর্চা আমাদের শরীরকে বিভিন্ন ব্যাধি থেকে মুক্ত ও দীর্ঘজীবি করে তুলে এবং অন্যদিকে কখনো আপনার জীবনের ঝুঁকিপূর্ণ মুহূর্তে নিজকে আত্মরক্ষা করতে সাহায্য করবে। D.M Rostam ,Grand Master ,Wushu Former Founder Vice President (SAWUF) principal Bangladesh Wushu Academy