Breaking

...

Tuesday, 1 January 2019

উশু আন্তর্জাতিকতা ও জনপ্রিয়তা



Shaolin kung fu/উশু বর্তমানে সারা পৃথিবীতে জনপ্রিয় ।তার কারণ সিস্টেমেটিক প্রশিক্ষণ রুটিন ।
wu shu তে shaolin kung fu ও অন্যান্য চাইনিজ মার্শাল আর্টের সব বিশেষ ভিন্ন প্রদর্শিত হয় এবং সবাই যার যার পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শন করতে পারে । আমাদের বাংলাদেশ সহ 145 টি দেশ আন্তর্জাতিক উশু ফেডারেশনের সদস্য।
 আমাদের যারা অনুসারি তারা সহজেই মেধাভিত্তক ভাবে পৃথিবীর যে কোন মার্শাল আর্ট অনুষ্ঠানে যোগদান করতে পারে । IWUF রয়েছে বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ইনস্টিটিউট ।kung fu/wu shu বর্তমানে জাতীয় প্রতিযোগিতা,সাউথ এশিয়া,এশিয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে ।shaolin kung fu / wu shu Olympic গেমসের একটি ইভেন্ট ।
আমারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং করবো । আসুন আপনিও আন্তর্জাতিক shaolin kung fu/wu shu পরিবারের সদস্য হন।

No comments:

Post a Comment